জগন্নাথপুরে এক কৃষকের দুটি গাভী গরু চুরি

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর কাচিবিলের পাড় এলাকার কৃষক আব্দুল আজিজের দুটি গাভী গরু চুরি হয়েছে। গত ০৯ অক্টোবর রাতে গোয়াল ঘরের তালা ভাইঙ্গিয়া ঘরে থাকা দুটি গাভী গরু চুরি হয়ে যায়। এই ঘটনায় আশপাশের গ্রাম সহ বিভিন্ন জায়গায় অনেক খুঁজাখুঁজি করার পর গাভী গরু না পেয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ করেন আব্দুল আজিজ।
দুটি গাভী গরুর অনুমান মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা।একটির গাভী গরুর উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি শিং দুটি লম্বা দুদিক থেকে বাঁকানো, গায়ের রং নেরা লাল। আরেকটির উচ্চতা ফুট ৩ ইঞ্চি শিং দুটি -২ ইঞ্চি লম্বা গায়ের রং লাল। যদি কোনো ব্যাক্তি গরুর সন্ধান পেয়ে থাকেন জগন্নাথপুর থানায় যোগাযোগ করার অনুরোধ রইল।
গরুর মালিক আব্দুল আজিজের নাম্বার ০১৭১৬৩৯৩৮০০