রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীর নাম শাহিন মিয়া ওরফে লাকি (৪০)। তিনি জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকার মৃত আলখাছ উল্লার ছেলে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার বিকেলে শাহিনকে উপজেলার পাটলী এলাকা থেকে গ্রেপ্তার করা করে।
জগন্নাথপুর থানার উপসহকারি পরিদর্শক (এএসআই) ফখরুদ্দিন বলেন, ২০১০ সালে এক শিশু ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জ আদালতে শাহিন মিয়ার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার। দীর্ঘ ১৩ বছর পর আসামীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রমাণিত হওয়ায় গত ১৭ আগস্ট সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাকির হোসেন এ রায় দেন। এরপর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাহিন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্ত্বিতে আমরা তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ কারাগারে পাঠিয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়