বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইমাম নিয়োগ দিচ্ছে রসুলপুর কেন্দ্রীয় মসজিদ

এতদ্বারা সকল ইমাম সাহেবদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের জন্য একজন সুদক্ষ ও অভিজ্ঞ খতিব সাহেবের প্রয়োজন।

যোগ্যতা সমূহঃ
১.কোরআনে মাজিদের সহি শুদ্ধ উচ্চারণ এবং সুন্দর তেলাওয়াতে পারদর্শী হতে হবে।
২, ক্বারী,মাওলানা, মুফতি হতে হবে।
৩,হাফেজে কুরআনদের অগ্রাধিকার দেয়া হবে।
৪,কামিল পাস থাকতে হবে।

(বিঃদ্রঃ অবশ্যই তাক্বওয়া ওয়ালা হতে হবে ও সর্বনিম্ন বয়স ৩০+ হতে হবে।)

হাদিয়া আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীদের অনলাইন মাধ্যমে যানানো হলো, যদি কেউ পরিচিত অপরিচিত থাকেন, আবেদন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা : রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদ চিলাউড়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ।
আকিকুর রহমান জুনু
( সেক্রেটারি সাহেব)
মোবাইলঃ 01712 598479
মোঃ মুহিবুর রহমান
( মোতাওয়াল্লী সাহেব)
মোবাইলঃ 01714 529521

নিউজটি শেয়ার করুন:

সংশ্লিষ্ট সংবাদ