জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সংগঠন বিরোধী মন্তব্যে হুমায়ূনকে শোকজ।

বিশেষ প্রতিনিধি :
সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে সুনামগঞ্জের জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের কার্যকরী সদস্য হুমায়ুন কবিরকে শোকজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত২১ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকার সময় মাদ্রাসা পয়েন্টস্থ জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতি ক্রমে জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের কার্যকরী সদস্য হুমায়ুন কবির কে শোকজের সিদ্ধান্ত গৃহীত হয়।
৭ দিনের মধ্যে সঠিক কারণ দর্শাতে না পারলে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়ার পরিচালনায় জরুরি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হুমায়ুন কবির ফরিদী, কার্যকরী সদস্য রিয়াজ রহমান, কোষাধক্ষ আলী হোসেন খান, সদস্য মুকিম উদ্দিন ও শাহ আকমল হোসাইন।
সভায়, ইসলাম নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় অনলাইন প্রেসক্লাবের কার্যকরী সদস্য হুমায়ুন কবির এর অনলাইন প্রেস ক্লাব কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে ৭ দিনের মধ্যে তাকে শোকজ করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।