বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী ইসরাইল কর্তৃক হামলা ও গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল।

মো,আলী হোসেন খান:

ফিলিস্তিনের মুসলমানদের উপর সন্ত্রাসী ইসরাইল কর্তৃক হামলা ও গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ অক্টোবর) বিকাল ২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার তৌহিদী জনতার বেনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জগন্নাথপুর পৌর পয়েন্ট সংলগ্ন আছাবুন নেছা জামে মসজিদ থেকে পৌর শহরের বিভিন্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও কর্মসূচিতে বিভিন্ন এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

এ সময় আছাবুন নেছা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও রাকাব আহমদ শিশিরের পরিচালনায় বক্তব্য রাখেন পাঠাগার মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার আমীনি, ব্যবসায়ী
আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ,
ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,ডা, ওয়ালীউল্লাহ ওলি, মাওলানা আলী আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক হামলা ও হত্যাযজ্ঞ চলছে।এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দিতে হবে। এছাড়া ইসরাইলি পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে হবে। মানববন্ধনে অংশ নিতে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি জনতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:

সংশ্লিষ্ট সংবাদ