বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুরে মাঠে নেই বিএনপি : হরতালের বিরুদ্ধে কঠোর অবস্থায় আওয়ামীলীগ

মো,আলী হোসেন খান:

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আজ ২৯ অক্টোবর জগন্নাথপুরে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীদের মাঠে অবস্থান করতে দেখা যায়নি। সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও এ উপজেলায় তাদের দলীয় নেতা-কর্মীদেরকে মাঠে দেখা যায়নি। হরতাল শুরুর পর সকালের দিকে রাস্তায় যানবাহন কম থাকলেও দুপুর থেকে থেকে এই উপজেলা যানবাহন চলাচল করতে দেখা যায়। দোকান পাট খোলা রয়েছে ।এদিকে এই জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রশীদ ভুঁইয়ার নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হরতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন এবং বিএনপির উদ্দেশ্য আওয়ামী লীগের সভাপতি মিজানুর রশীদ ভুঁইয়া বলেন জগন্নাথপুরে যদি কোনো গাড়ি দোকান পাঠের ক্ষয়ক্ষতি হয় তাদের হাত ভেঙে দিব এবং আমাদের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে । হরতালে নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

সংশ্লিষ্ট সংবাদ