স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া রৌয়াইল আঞ্চলিক শাখা ও রৌয়াইল যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উদযাপন উপলক্ষে ইসলামি গজল সন্ধ্যা ও দোয়া মাহফিল রবিবার বাদ আছর রৌয়াইল বাজারে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে নছিহত পেশ করেন বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ সিরাজুল ইসলাম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ র সাধারণ সম্পাদক মাওঃ নূর আহমদ তালামিয জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস মুন্না সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ জিলানী। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কারী আবুল কাশেম। মোঃ রুহুল আমীন এর উপস্থাপনায় ইসলামি গজল সন্ধ্যায় উপস্থিত থেকে আমাদের কে মুগ্ধ করেন রিসালাহ সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা জনপ্রিয় নাশিদ শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, মাহমুদ আব্দুল কাদির, সৌরভ আহমদ হাফিজ মুজাহিদ ইসলাম মিনহাজুল ইসলাম সহ রৌয়াইল হাফিজিয়া মাদরাসার লতিফিয়া শিল্পী গোষ্ঠীর আরো অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ বশির আহমদ মাওঃ মুফতি আহমদ জাহিদুল ইসলাম মাওঃ জিয়াউল হক হাজি বদিউজ্জামান হাফিজ ইমরান আহমদ মাওঃ আবিদ আলী হাফিজ কারী নুরুল হক মাওঃ আবুল হোসেন মোঃ ইসলাম উদ্দিন তাহমিদ আহমদ, রেজাউল হাসান রনি, রেজাউল হাসান রনি, আশরাফুল ইসলাম, জাবির আহমদ, তারেক আহমদ, আহমদ সালেহীন রাফি, রুহান মিয়া, রবিউল হাসান, মাহি মিয়া, রাজিব মিয়া, শুভ আহমদ, হাসান আহমদ রায়হান মিয়া, শাহ্ কামাল, নাদিম আহমদ প্রমুখ।
Commentbox