শিরোনাম :

দলীয় মনোনয়ন পেলে সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চান- আশরাফুল ইসলাম

দলীয় মনোনয়ন পেলে সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান- আশরাফুল ইসলাম


রিপোর্ট: মাসুদ আহমেদ তালুকদার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানশীল ব্যাক্তিত্ব, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথ কাঁপানো ছাত্রনেতা আশরাফুল ইসলাম এক সুপরিচিত মুখ। তিনি আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ কর্মী। যিনি স্বপ্ন দেখেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া। যেকোন সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দেয়ার গুণাবলী যার সহজাত প্রবৃত্তি। মানুষের সংকটে  সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া যার নিত্য নৈমিত্তিক বিষয়। বিলেতে এসেও যিনি আওয়ামীলীগের রাজনীতিতে সবসময় অগ্রসৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দেশ ও এলাকার জন্য জনসেবা করার ব্যকুলতা তার হৃদয়ে সবসময় কাজ করে। তিনি নিজ এলাকা মানুষদের গভীরভাবে ভালোবাসেন। 

তাদের সুখে দু:খে পাশে দাড়ান, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের যিনি ঝাপিয়ে পড়েন অসহায় মানুষের সেবায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন- ছোট বেলা থেকেই আওয়ামী লীগের তৃনমূল রাজনীতির সাথে আছি, নিজের স্বার্থের জন্য রাজনীতি করিনা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি। আমার দল আওয়ামীলীগ যদি মনে করে আমি নৌকার উপযুক্ত প্রার্থী!  আর যদি আমাকে নৌকার মনোনয়ন দেয়া হয় তবেই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে নির্বাচনে অংশ গ্রহণ করবো। আমার দল আওয়ামীলীগ যদি আমি ছাড়া অন্য কোনো প্রার্থী নির্বাচন করেন- তবে আমি  সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করবো।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents