শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এস এম মতিউর রহমান বিদায়ী সংবর্ধনা

মিরপুর প্রতিনিধি :

জগন্নাথপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এস এম মতিউর রহমানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর ) দুপুরে বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাজের আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নূর মোহাম্মদ জুয়েল এর পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সরকারি টিচার্জ ট্রেনিং কলেজ সিলেট ড. দিদার চৌধুরী, ৩ নং মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীন, ট্রাস্টি সিলেট হার্ড ফান্ডেশন আব্দুস সোবহান, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি মোঃ আবদাল মিয়া, শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী গোলাম রব্বানী রুনু শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী শওকত আলী, সহকারী শিক্ষক হারুণ অর রশীদ, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, প্রাক্তন ছাত্র আক্তার হোসেন, প্রাক্তন ছাত্র, শায়েখ আহমদ, প্রাক্তন ছাত্র কামরান আহমদ, ফাহিম হোসেন, ও ২০১৫ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ আব্দুল মুকিত ফারদিন সহ আরও অনেক।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র । অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আদর্শ মানুষ, বহুগুণের অধিকারী শিক্ষক সমশের আলী শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সাথে শিক্ষা প্রদান করেছেন। তাঁর ছাত্র শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সফল শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন। এতে স্কুলের সুনাম জগন্নাথপুর সহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, সদাচারী, সত্যের দিশারী শিক্ষক এস এম মতিউর রহমানের কর্মজীবনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক এস এম মতিউর রহমানকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী, সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে নগদ অর্থ সহ ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ