পরিকল্পনামন্ত্রী দুই দিনের সফরে জগন্নাথপুর – শান্তিগঞ্জে আসছেন

নিজস্ব প্রতিবেদক :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আগামীকাল মঙ্গলবার (৭ নভেম্বর) দুইদিনের সফরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে আসছেন। তিনি মঙ্গলবার সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করবেন।সকাল সাড়ে ১১টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পেন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা দেড়টায় উপজেলার কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা আড়াইটায় শাহারপাড়া-নারায়নপুর সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল তিনটায় শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালিয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে বিকেল সাড়ে তিনটায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন।মন্ত্রী আগামী বুধবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার আঃ মজিদ কলেজে গরীব-অসহায় মানুষের মধ্যে তিনির নিজ স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।বেলা সাড়ে ১২টায় জগন্নাথপুর পৌরশহরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে গরীব-অসহায় মানুষের মধ্যে তিনির নিজ স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।পরে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।