জগন্নাথপুরে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

মো,আলী হোসেন খান::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নাশকতার অভিযোগে বিএনপি যুবদল ছাত্রদল ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গত (৭ নভেম্বর) সোমবার জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাব্বির আহসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রাতে বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর বলেন নাশকতাকারীরা রাজনৈতিক কর্মসূচির নামে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে যাঁরা সাধারণ মানুষের চলাচলে বিগ্ন ঘটাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সুত্রে যানায়, বিএনপির নেতাকর্মীরা গত ০৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল পয়েন্টে মশাল মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাস্তা অবরোধ করেন ও কলকলিয়া পয়েন্ট বিএনপি নেতারা রাস্তায় গাছের টোকরা রেখে অবরোধ করেন এবং তারা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে উপজেলার বিভিন্ন প্রবেশ পথে টায়ারে আগুন ধরিয়ে মশাল মিছিল করে এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করার চেষ্টা করলে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গেলে নেতাকর্মীরা মোটরসাইকেলে করে দ্রুত এলাকা থেকে সটকে পড়েন।