তাহিরপুরে বি এনপি জামায়াতের ছয় নেতা কর্মী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির তিনজন, ছাত্রদলের একজন এবং জামায়াতের দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার রাতে এবং সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা সংগঠনের উদ্যোগ নেয়ার অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। তাদের কোর্ট হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের মৃত ছবর আলী শাহ’র ছেলে বিএনপি নেতা আমির শাহ (৪৫), একই গ্রামের শেখ খসরু মিয়ার ছেলে বিএনপি নেতা ডা. শেখ এস কে শফিকুল ইসলাম (৪০), শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাচড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল হোসেন (৪০), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি (২২), জামায়াত নেতা কলাগাঁও গ্রামের মৃত এলাহি বক্স ফকিরের ছেলে আল আমিন (৩২), একই গ্রামের সিরাজ খন্দকারের ছেলে জামায়াত নেতা মাহমুদউল্লাহ (৪০)।