জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন চারজন,কে হচ্ছেন নৌকার মাঝি?

সুনামগঞ্জ-৩ সংসদীয় আসন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের চারজন নেতা। গত শনিবার ও রোববার এই দুই দিনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ক্রয় করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, শনিবার মনোনয়ন সংগ্রহ করেন সুনামগঞ্জ-৩ আসনের বর্তমান
সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন । রবিবার মনোনয়ন সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সুনামগঞ্জ ৩ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে চলছে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে