রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

মো,আলী হোসেন খান:

সুনামগঞ্জ-৩ আসনে ৩০ নভেম্বর পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এম এ মান্নান (নৌকা প্রতীক) তৃর্ণমূল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সোনালি আঁশ প্রতীক ,জাতীয় পার্টি থেকে তৌফিক আলী মিনার (লাঙ্গল প্রতীক) , বাংলাদেশ জাতীয় পার্টি থেকে তালুকদার মকবুল হোসেন (কাঠাল প্রতীক) এই চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনি দুপুরে নির্বাচন সহকারি রিটার্নিং অফিসার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের হাতে মনোয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে প্রার্থীর স্থানীয় সাংবাদিকদের জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন একটি অভাব, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়