মিরপুর ইউনিয়ন পরিষদের কর্তৃক ২০২৩ -২৪ অর্থ বছরের ২ ও ৩ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা
মিরপুর প্রতিনিধি,
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়ন পরিষদের কর্তৃক আয়োজিত মিরপুর ইউনিয়ন পরিষদের ২ নং ও ৩ নং ওয়ার্ডের ২০২৩ -২০২৪ অর্থ বছরের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৬ ধারা অনুসারে নির্ধারিত পদ্ধতিতে ওয়ার্ড সভাটি ২ নং ওয়ার্ডের সদস্য মাহবুব হোসোন ও ৩ নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য হোসেন রাসেলের যৌথ
সভাপতিত্বে ইউপি সচিব তরিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ৩ নং মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীন, বিশেষ অতিথি হিসাবে ১,২,৩, ওয়ার্ডের সংরক্ষিত মহিলা হাসনা হেনা, এ ছাড়া উন্মুক্ত সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক ২ নং ওয়ার্ড সদস্য,সাহাব উদ্দিন, সাহান আলম, বাবলু মিয়া, সমাজসেবক একরাম হাসান জুয়েল, কামরান আহমদ প্রমুখ। সভায় প্রধান অতিথি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীন বলেন আমরা সরকারি নির্দোশনায় প্রতি অর্থ বছরে জনসম্মুখে ওয়ার্ড সভা করে আসছি। আমরা জনগণের প্রাপ্যতাকে স্বচ্ছতা সহিত সরকারি সকল সুযোগ সুবিধা দিতে পারায় নিজের কাছে দায়িত্বশীলতা মনে হচ্ছে। আমরা সরকারি সকল সুযোগ সুবিধা জনগণের জনসম্মুখে খোলা আকাশের নিচে বিতর করে আসছি। যা প্রমাণিত সাধারণ জনগণ। কৃষি,মৎস,হাঁস-মুরগি ও পশুপালন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, জনস্বাস্থ্য, যোগাযোগ, যুব উন্নয়ন ইত্যাদি বিষয়ক উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ মূলক কাজের তথ্য সাধারণ জনগন অতি সহজে জানতে পারছে।