নির্বাচনী কার্যক্রমে ব্যবহারের জন্য ব্যারিস্টার সুমনকে ৪০ টি গাড়ি উপহার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনের ঈগল পাখী মার্কা প্রীতিকে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন’কে ভালোবেসে বিশিষ্ট ব্যবসায়ী ইতালি প্রবাসী সুমনভক্ত এম এ হক আবির (বাবু) এর পক্ষ থেকে ৪০ টি সিএনজি গাড়ি নির্বাচন কার্যক্রমে ব্যবহার করার জন্য উপহার দিলেন।
এবিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ইতালি প্রবাসী এম এ হক আবির (বাবু) গণমাধ্যম কে জানান,আমি সুমন বক্ত এবং সুমন ভাইয়ের জন্য সব কিছু উপহার হিসেবে দিয়ে পাশে থাকবো। এমনকি আমার অবর্তমানে আমার মা সহ সপরিবার প্রতিদিন নির্বাচন পরিচালনা কাজে নিয়োজিত।
পরিশেষে একটাই কথা সকলকে বলতে চাই আগামী ৭ জানুয়ারি মাধবপুর চুনারুঘাট আসনের সকল ভোটারদের কাছে আমার পক্ষ হতে জোর দাবি জানাচ্ছি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভাইকে সবাই দলবল নির্বিশেষ ঈগল পাখী মার্কা প্রীতিকে ভোট দিয়ে জয়-যুক্ত করার জন্য আহ্বান।
এছাড়াও আমি সহ আমার পরিবারের পক্ষ থেকে ভাইয়ের জন্য দোয়া ও শুভ কামনা করি এবং অগ্রিম অভিনন্দন জানাচ্ছি।