রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুর ও শান্তিগঞ্জে লক্ষাধিক ভোটের ব্যবধানে নৌকার বিজয় গড়লেন এম এ মান্নান

মো,আলী হোসেন খান,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন চলাকালীন সময়ে কেনো কেন্দ্রতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও কোনো অভিযোগ উঠেনি। শান্তিতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

এদিকে লক্ষাধিক ভোটের ব্যবধানে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

নৌকা প্রতিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ১ লক্ষ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃনমুল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এড শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ) প্রতীকে মাত্র ৪ হাজার ভোট পেয়েছেন।

জগন্নাথপুর উপজেলায় ৮৯ কেন্দ্রে নৌকা প্রতীকে এম এ মান্নান ভোট পেয়েছেন ৬০ হাজার ৭৮৭ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় ৫৬ কেন্দ্রে নৌকা প্রতীকে এম এ মান্নান ভোট পেয়েছেন ৬৬ হাজার ২০৯ ভোট।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃনমুল বিএনপির সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে জগন্নাথপুর উপজেলায় পেয়েছেন ২ হাজার ৩১৯ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় পেয়েছেন ১ হাজার ৭৭৬ ভোট।

অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে
নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আল বশিরুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়