শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে জামানত হারালেন ২১ প্রার্থী

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর – বিশম্ভরপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ২ প্রার্থীর মধ্যে বিএনএম-এর প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন নোঙ্গর প্রতীকে ১৮৭ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হওয়া ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ঈগল প্রতীকে ১২৬ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া এই আসনেই আওয়ামী লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৭৭ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ দিলোয়ার আম প্রতীকে পেয়েছেন ৪০০ ভোট। ফলে তাদের দু’জনেইর জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে নৌকা প্রতীক নিয়ে আ.লীগ প্রার্থী ড. মোহাম্মদ সাদিক পেয়েছেন ৯০ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পীর ফজলুর রহমান মিসবাহ পেয়েছেন ৩১ হাজার ৭১৮ ভোট।

সুনামগঞ্জ-৫ ( ছাতক ও দোয়ারাবাজার) নির্বাচনী আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তাদের মধ্যে গলফোরামের আইয়ুব করম আলী উদীয়মান সূর্য প্রতীকে ৫৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবু সালেহ একতারা প্রতীকে ৩০৭ ভোট, জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মনির উদ্দিন বাইসাইকেল প্রতীক নিয়ে ২০৪ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী আজিজুল হক আম প্রতীকে ৩৬১ ভোট, ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র প্রার্থী আশরাফ হোসেন টেলিভিশন প্রতীকে ৫৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী এড. নাজমুল হুদা হিমেল লাঙ্গল প্রতীকে ৮২২ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুল জলিল গামছা প্রতীকে ১৬৪ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে মুহিবুর রহমান মানিক নৌকা প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী পেয়েছেন ৯১ হাজার ৮৮৮ ভোট।

সংশ্লিষ্ট সংবাদ