রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

চোরের গ্রাম নামে পরিচিত কামারগাঁও গ্রামের লোকজনকে শপথ করালেন ওসি মিজানুর রহমান।

মো,আলী হোসেন খান :

সুনামগঞ্জ জেলার শাল্লা থানার ৪ নং শাল্লা ইউনিয়নের কামারগাঁও গ্রাম চোরের গ্রাম বলে পরিচিত, আজ ১৭ জানুয়ারি এই গ্রামে বিট পুলিশিং সভা করা হয়।

সভায় শাল্লা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের আহব্বানে সাড়া দিয়ে কামারগাঁও গ্রামের লোকজন এক জায়গায় জড়ো হয়।
এসময় তারা বলেন ভবিষ্যতে আর কোন অপরাধ, বিশেষ করে গরু চুরি, মাদক ক্রয়-বিক্রয় ও জুয়া খেলার মত অপরাধে জড়িত হবে না মর্মে শপথ করে প্রতিশ্রুতি বদ্ধ হয়। চোরের গ্রাম নামে পরিচিত কামারগাঁও গ্রামের স্থানীয় লোকজন তাহাদের সন্তান সহ ভবিষ্যৎ প্রজন্মকে স্কুল শিক্ষা, ধর্মীয় ও নৈতিক সু-শিক্ষায় শিক্ষিত করা সহ কামারগাঁও গ্রামের দূর্ণাম ঘুছানোর লক্ষ্যে অঙ্গীকার বদ্ধ হয়। বিট পুলিশিং সভায় জনাব আমির হামজা, ইউপি সদস্য, ১নং ওয়ার্ড, জনাব নিখিল চন্দ্র দাস, ইউপি সদস্য, ৩নং ওয়ার্ড, জনাব উত্তম কুমার দাস, ইউপি সদস্য, ৪নং ওয়ার্ড, ৪নং শাল্লা ইউ/পি এবং কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কামারগাঁও জামে মসজিদের ইমাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়