নিখোঁজ সংবাদ মোহাম্মদ রাইয়ান ভূঁইয়া
ঢাকা দক্ষিণখান থানার আইনুছবাগ এলাকার ২২৬/১ বাড়ী, সাইফুল ইসলাম ভুঁইয়ার ছেলে মোহাম্মদ রাইয়ান ভূঁইয়াকে গত রবিবার (২৩-০১-২০২৪) সকাল থেকে পাওয়া যাচ্ছেনা।
ছেলের বয়স: ৩ বছর, বাসার ঠিকানা এবং নাম জিজ্ঞাসা করলে বলতে পারবে না।তার পরনে ছিল কালো রং এর টি-শার্ট এবং কালো প্যান্ট। ধারণা করা হচ্ছে বাসার সামনে থেকে নিখোঁজ হয়েছে।
কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। সন্ধান দাতাকে উপযোক্ত সম্মাননা দেওয়া হবে
যোগাযোগ:
পিতা: সাইফুল ইসলাম ভূঁইয়া
০১৭৩৪-৮৫৩৯১৩, ০১৯১১-৮০৯৭০৪