শিরোনাম :

জগন্নাথপুরে এক প্রবাসীর জায়গা দখলের অভিযোগ উঠেছে



সুনামগঞ্জের জগন্নাথপুরে দলিল জাল করে এক প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

এমন ঘটনার প্রতিবাদে সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ঐ ভুক্তভুগী যুক্তরাজ্য প্রবাসী  কমর উদ্দীনের নিকট আত্মীয় ও বাড়ীর কেয়ার টেকার মোঃ বাবুল মিয়া।

সংবাদ সম্মেলন তিনি বলেন- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাইল চক গ্রামের ওয়াজিদ উল্লার ছেলে- তেরা মিয়া ও তার ছোট ভাই সুজন মিয়া - প্রবাসী কমর উদ্দীন তার নিজ বাড়ীর সীমানা দেয়াল নির্মাণ করতে চাইলে তাতে বাঁধা দেন  তেরা মিয়া, সুজন মিয়া। প্রবাসী কমর উদ্দিন দীর্ঘদিন ধরে পবিবার পরিজন নিয়ে লন্ডনে বসবাস করছেন। সেই সুযোগে  তেরা মিয়া ও তার লোকজন - কমর উদ্দিনের জমির জাল দলিল ও নামজারির মাধ্যমে তাদের নামে রেকর্ড করে নেয়। পরে জমির খাজনা পরিশোধ করতে গিয়ে বিষয়টি জানা জানি হয়ে যায়। দলিলের নকল উত্তোলন করে জানা যায় প্রতিপক্ষের করা জাল দলিলে জমির দাগ, খতিয়ান এবং মৌজার সাথে কোন মিল নেই।



এব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী কমর উদ্দিন জগন্নাথপুর সহকারী কমিশনার ভূমি  বরাবরে নামজারি রিভিউয়ের জন্য আবেদন করেন। 


যুক্তরাজ্য প্রবাসী কমর উদ্দিনের নিকটাত্মীয় বাবুল মিয়া জানান- প্রতিপক্ষ তেরা মিয়া তার জাল দলিলে উল্লেখ করেছেন তার পিতা মৃত!! কিন্তু বাস্তবে তিনি এখনও জীবিত রয়েছেন! যে সম্পত্তির জন্য নিজের পিতাকে মৃত বলতে পারে তার পক্ষে দলিল জাল করা খুবই স্বাভাবিক।

এ ব্যাপারে জানতে তেরা মিয়া পক্ষের লোক সুজন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- এই অভিযোগ মিথ্যা, ঐ জমি আমাদের। আমাদের কাছে জমির কাগজপত্র আছে-

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents