শিরোনাম :

কাউনিয়ায় জুয়া খেলার সরমঞ্জাম সহ ৫ জুয়ারি আটক



মোঃ মন্জুরুল আহসান, স্টাফ রিপোর্টার:

রংপুরের কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে-০৫ জুয়ারিকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানাগেছে,  উপজেলার কুর্শা ইউনিয়নের    নদীর পাড়ে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ওসি  তদন্ত ফরহাদ হোসেন মন্ডলের নেতৃত্বে এসআই বুলবুল, এসআই রবিউল, কনস্টেবল সায়েম সহ রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের পুর্বচানঘাট  এলাকায় অভিযান চালিয়ে জৈনক হায়দার আলীর  সেচ ঘড়ের পাশে নদীর পাড় থেকে  পুলিশ এ সময়  পুর্বচানঘাট  গ্রামের আব্দুল কাদেরের ছেলে রেজাউল করিম(৩৮) একই এলাকায় ,মৃত ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম(৩০),আব্দুস সালামের ছেলে  মনিরুল ইসলাম,(৩২) আব্দুল জলিলের ছেলে মলিন মিয়া(৪৫), ফেরদৌস আলীর ছেলে রমজান আলী (৩৮)কে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার  সরমঞ্জাম   সহ খেলারত অবস্থায় তাদের কে  আটক  করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাদেরকে রংপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে!

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents