শিরোনাম :

যুদ্ধ থামুক

 




সৌমেন্দু লাহিড়ী 



হচ্ছে যুদ্ধ মরছে মানুষ 

হচ্ছে কি কিছু লাভ ? 

এই দুনিয়ায় সব রইলেও

মানবিকতার অভাব।


একটু স্বার্থ সিদ্ধির তরে

কেনো এত হানাহানি!

ঈর্ষা হিংসা দ্বেষে ভরে গেছে 

আমাদের অবনীখানি।


প্রতিটি সমরে কত ক্ষতি হয়

জানে না কি কভু তারা ? 

কত যে মায়ের কোল খালি হয়,

কত হয় সাথীহারা।


যুদ্ধবাজরা পুরোপুরি রয়

ধ্বংসলীলায় মত্ত,

যদি কোনো দেশ নিরুপায় হয়ে 

না মানে তাদের শর্ত।


অস্ত্রের জোরে দাদাগিরি করে 

সবল আছে যত রাষ্ট্র, 

প্রমাণিতে চায় বলহীন দেশ

তাদের হতে নিকৃষ্ট।


দূর্বল দেশ সবলের আদেশ

মেনে নিতে হয় বাধ্য

নইলে ধ্বংসকার্য অনিবার্য,

যদি দূর্বল হয় অবাধ্য। 


যুদ্ধ আনে বিষন্নতা 

আর শুধু হাহাকার, 

প্রতিটি দেশের উচিৎ যুদ্ধ 

না করার অঙ্গীকার।।



সৌমেন্দু লাহিড়ী 

 মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents