শিরোনাম :

আত্রাইয়ে এস এস সি পরীক্ষার্থীদের নবীব বরণ অনুষ্ঠান

 


কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ 

 “যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় ,তবু চলে যায়” কবিরএ ভাষাকে বুকে  ধারন করে নওগাঁর আত্রাই কলকাকোলি কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র/ছাত্রীদের  নবীন বরণ অনুষ্ঠান-২০২৪ শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান মাজেদ। সিনিয়র শিক্ষক মোঃ আসাদুর রহমান আসাদ এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খুশবর  রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার আত্রাই প্রতিনিধি মোঃ ফরিদুল আলম পিন্টু প্রমূখ। বিদায় বক্তব্য পাঠ করে বিদায়ী ছাত্র মোঃ সাদমান সূবণ  রাফি,। নবীন ছাত্র/ ছাত্রীদেরমধ্যে স্বাগতবক্তব্য  রাখেননবম শ্রেণীর ছাত্র সিনথিয়া খাতুন। অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান মাজেদ বলেন, এবার ২০২৪ সালে অত্র বিদ্যালয় থেকে  ১৩৪ জন ছাত্র/ ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করছে। তিনি তাদের সফলতা ও উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।#

 প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর।

ক্যামেরায়ঃ- আসিফ হাসান।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents