মোঃ কামাল মাহামুদ
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় এক দিনমজুর বৃদ্ধের বাড়ির সবকটি ঘর আগুনে পুড়ে গিয়েছে। আজ মঙ্গলবার সকালে ননটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বৃদ্ধের নাম আব্দুল আলী (৭০)।
স্বানীয়রা জানায়, বৃদ্ধ আব্দুলের পাঁচটি মেয়ের বিয়ে দিয়ে তাঁরা দুই বুড়া-বুড়ি ওই বাড়িতে থাকতেন। ঘটনার দিন সকালে খাওয়ার পরে চুলায় খেজুরের রস জ্বাল করার জন্য রেখে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে গিয়েছিলেন তাঁর স্ত্রী। আর বৃদ্ধ বাড়ির বাহিরে ডালি তৈরির কাজ করছিল। এমন সময়ে ঘরে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করতে শুরু করে। তার চিৎকারে আশেপাশের মানুষ এসে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়না, তার আগেই টিনের বেড়ার চারটি ঘর, ঘরে থাকা সমস্ত আসবাব পত্র, ধান, চাল এবং পাট পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে যায় ওই পরিবার।
দয়ারামপুর ফায়ারসার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জরুল আলম বলেন, খবর পেয়ে সেখানে যাওয়ার আগেই পুরো বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। ধারণা করা হয়েছে চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।
Commentbox