সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে ২৫ বছরে যুগান্তরের পদযাত্রা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে ট্যাকেরঘাট রেস্ট হাউস প্রাঙ্গনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সারোয়ার আজাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো.নাসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর থানার ওসি তদন্ত মো.গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী, বাগলী চুনাপাথর আমদানি কারক সমিতির সভাপতি মো. খালেক মোশারফ, মানবজমিনের জেলা প্রতিনিধি এম.এ রাজ্জাক প্রমুখ। অনুষ্টানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমীর সরকার এবং পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ট্যাকেরঘাট জামে মসজিদের ইমাম মুফতি আশ্রাফুল আলম।
Commentbox