জগন্নাথপুরে ট্রলি উল্টে এক শ্রমিকের মৃত্যু।
অনলাইন ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাটি কাটার ট্রলি উল্টে সুহেল মিয়া নামের (৩৫) বছর বয়সী শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার ১৭ মার্চ দুপুরে ১২ টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাঘদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুহেল মিয়া ওই গ্রামের মৃত এলাইছ মিয়ার একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সুহেল মিয়া পেশায় একজন মাটি কাটার শ্রমিক। তিনি ট্রলি গাড়িতে চালকের সাথে সহকারী শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে আলাঘদি গ্রামের ট্রলি দিয়ে মাটি বহনের সময় ট্রলিটি উল্টে যায়। এতে সুহেল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশটি সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।