জগন্নাথপুরে পপুলার ইলেকট্রনিক্সের উদ্যোগে ওয়ালটন-ডে উপলক্ষে র্যারী ও ইফতার
জামাল উদ্দিন বেলাল ::বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পপুলার ইলেকট্রনিক্সের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়ালটন- ডে উপলক্ষে র্যারী ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৯ রামাদ্বান বিকেল ৫ টায় বর্ণাঢ্য র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না।
পপুলার ইলেকট্রনিক্সের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের পরিচালনায় বক্তব্য রাখেন পপুলার ইলেকট্রনিক্সের পরিচালক জুলফিকার আহমদ মনি, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছালিক আহমদ পীর, নলুয়া হাউজিং এস্টেট লিমিটেড এর পরিচালক বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন, খাইরুল হাসান রূপা, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রুহুল আমীন সহ আরো অনেকে।
এসময় সুনামগঞ্জের মালেক ইলেক্ট্রো গ্যালারী ওয়াল্টন শো- রুমের পরিচালক কাঞ্চন মোরল, ওয়াল্টন গ্রুপের রিজ্যুওনাল সেলস্ ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সিএনজি লেগুনা জগন্নাথপুর পশ্চিমপাড় উপ- কমিটির সভাপতি জুনেদ আহমদ ভূইয়া,সাবেক পৌর কমিটির সভাপতি শপিকুল ইসলাম খেজর, মাহিমা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মকবুল হোসেন ভূইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারী দেলোয়ার হোসেন, নলুয়া হাউজিং এস্টেট লিমিটেড এর পরিচালক আব্দুল হামিদ হামদু, সৈয়দ লিলু, নাসির আহমদ, ফাহিম আহমদ, সৈয়দ হামিম আহমদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন আনহার,সোলেমান ভূইয়া,জুয়েল ভূইয়া, পপুলার গ্রুপের পরিচালক নানু মিয়া,ব্যবসায়ী জনিক মিয়া, রেনু শর্মা,বিপ্লব গোপ,সমাজসেবী আলমগীর কবির,ঠিকাদার জালাল উদ্দিন,সৈয়দ রুবেল মিয়া,খালেদ মিয়া,পপুলার ইলেট্রনিক্স-৩ এর তত্তাবধায়ক ও নাবিলা সিসিটিভির পরিচালক সাদিকুর রহমান পপুলারের ময়ানাজার অনিক বনিক,সবুজ দাশ,গৌতম দেব,সাগর মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মধ্যে দিয়ে ওয়ালটন—ডে উৎসব উদযাপন করা হয়। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেছার উদ্দিন।