জগন্নাথপুরে পুলিশের অভিযানে গরু চুরির মামলার আসামী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গরু চুরি মামলার আসামী জুয়েল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
আসামী জুয়েল মিয়া রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর নোয়াপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কুবাজপুর গ্রামে অভিযান চালিয়ে গরু চুরি মামলার আসামী জুয়েল মিয়াকে গ্রেফতার করে।
গতকাল ২৫ মার্চ সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন ঘটনার সততা নিশ্চিত করেছেন।