শিরোনাম :

জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচনে সম্পাদক মশাহীদ, সহ সম্পাদক লিটন



জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচনে সম্পাদক মশাহীদ, সহ সম্পাদক লিটন


নিজস্ব প্রতিবেদ

জগন্নাথপুর বাজার তদারক কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ মশাহিদ মিয়া ও সহ সাধারণ সম্পাদক পদে মোঃ লিটন মিয়া নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (৯ই মার্চ) ব্যাপক উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে দিন ভর ভোটাররা ভোট প্রদান করেন জগন্নাথপুর পৌর মিলনায়তনে।

বিকাল ৫ টার দিকে ভোটের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মির্জা দিলওয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার সাংবাদিক শংকর রায়, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সুধাংশু শেখর রায় (বাচ্চু), নির্বাচন সমন্বয়কারী জগন্নাথপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমেদ।

এবারের নির্বাচনে দুই পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।  এর মধ্যে  সাধারন সম্পাদক পদে ৪  জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন এবং সহ-সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করেন।

সর্বমোট ১০৯৯ জন ভোটারের  মধ্যে ৯৮৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ৮ টি ভোট বাতিল হয়।

সাধারন সম্পাদক পদে মোঃ মশাহিদ মিয়া  আনারস প্রতীকে ৫০০ ভোট  পেয়ে  নির্বাচিত হন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান সাধারণ সম্পাদক জাহির উদ্দিন ছাতা প্রতীকে ৪৫১ ভোট পেয়েছেন। সহ- সাধারন পদে মোঃ লিটন মিয়া মাছ প্রতীকে ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ রফিক মিয়া হরিণ প্রতীকে ৩৬২ ভোট পেয়েছেন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents