জগন্নাথপুরের কৃতি সন্তান মোঃ আব্দুল কাদিরের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের মোঃ আলতাব মিয়ার ছেলে ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদির যুক্তরাজ্যের সনামধন্য প্রতিষ্ঠান University of West of scotland, London campus থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
গত ১৬ এপ্রিল রোজ (মঙ্গলবার) সেন্ট মারিলবোন পারিসে অনুষ্ঠানে মাধ্যমে Master of Business Administration in Leadership ডিগ্রি প্রদান করা হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রধান ভাষণ দেন অধ্যাপক জেমস মিলার FRSE,
প্রিন্সিপাল এবং ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডস প্রদান করেন ডঃ ইয়েকেমি ওতারু, চ্যান্সেলর। মো: আব্দুল কাদিরের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার আনন্দের ঝড় সৃষ্টি হয়েছে।
মো,আব্দুল কাদির দেশ বিদের সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।