সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় পৌর শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, সুরেশ রবি দাস (৪০)। তার বাড়ি শহরের ওয়েজখালি এলাকার।
আহতরা হলেন, শহরের হাছননগর এলাকার সিএনজি চালক জীবন মিয়া(২০), শহরতলীর ইব্রাহীমপুরের কৃষ্ণ রবি দাস (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে পৌর শহরের হাছননগর এর বুবির পয়েন্ট এলাকায় একটি মালামাল ভর্তি ট্রাক যাওয়ার পথে বুড়িস্থল থেকে শহরে আসা একটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি ধুমরে মুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা এক যাত্রী নিহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাকে ও সিএনজি সংঘর্ষ হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।