রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুরের প্রবীণ সাংবাদিক শংকর রায় আর নেই

স্টাফ রিপোর্টার,

জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক বাবু শংকর রায়
গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় নিজ গ্রামের শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

সাংবাদিক শংকর রায় ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি নাট্যকর্মী এবং ৪০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এদিকে, জগন্নাথপুর রিপোটার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়