রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের ছোবলে বৃদ্ধের মৃত্যু

মো,আলী হোসেন খান:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফসলি জমিতে ধান কাটতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হয়েছে।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরণ ওয়াহিদ নগর গ্রামের মৃত তুয়াহিদ উল্লাহর ছেলে আজাদ মিয়া (৫৯) হাওরে ধান কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হয়েছে। ২৪ এপ্রিল বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আজাদ মিয়া বাড়ির পাশের হাওরে ধান কাটতে গিয়ে একটি বিষাক্ত সাপ এই কৃষকে ছোবল দিলে এতে করে আজাদ মিয়া ঘটনাস্থলে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। বাড়ির লোকজন পরে তাকে উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার এসআই সাইফুদ্দিন ভুইয়া ঘটনার সততা নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়