জগন্নাথপুর থানা’ কে ঘুষের বাজার করে রেখেছে ওসি আমিনুল ইসলাম ও সেকেন্ড অফিসার সাব্বির
জগন্নাথপুর প্রতিনিধি :
সেবার পরিবর্তে জগন্নাথপুর থানাকে ঘুষের বাজারে তৈরি করে রেখেছে ওসি আমিনুল ইসলাম ও সেকেন্ড অফিসার এসআই সাব্বির আহসান, ঘুষ বানিজ্য ছাড়া কোনো কাজ করেনা তিনি। সেই বহুল আলোচিত,বিতর্কিত দুর্নীতিবাজ ওসি আমিনুল ইসলাম ও এসআই সাব্বির আহসানের বিরুদ্ধে রয়েছে ডিআইজি ও এসপি অফিসে ঘুষ বানিজ্যের কয়েকটি অভিযোগ ।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়া বলেন, সেবার পরিবর্তনে ঘুষের বাজার বানিয়ে পেলছেন ওসি আমিনুল ইসলাম। আমি প্রবাসে থেকেও মামলার আসামী হয়েছি জগন্নাথপুর থানায়, ওসির কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বাদী যদি আপনাকে আসামী করে আমার কি করা, আপনি সেকেন্ড অফিসারকে খরছ পাতি দিয়ে জান আমি নাম কাটার ব্যবস্থা করছি। কিছু সময় পর সেকেন্ডে অফিসার এসআই সাব্বির আহসান আমাকে বলে ২ লক্ষ টাকা দেওয়ার জন্য এই টাকা দিলে আমাকে মামলা থেকে অব্যহতি দিবে।
প্রবাসী আরজু মিয়া জানান আমি এই বিষয়ে জগন্নাথপুর থানার দুর্নীতিবাজ ওসি আমিনুল ইসলাম ও সেকেন্ড অফিসার সাব্বিরের বিরুদ্ধে ডিআইজি অফিস সিলেট ও এসপি অফিস সুনামগঞ্জে অভিযোগ দায়ের করেছি।