রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে জগন্নাখপুর থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতক আসামী রাহিন আহমদ (২৫) জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (আশিঘর) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের এক যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে সম্প্রতি ফুসলিয়ে ফাসলিয়ে সিলেটে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত রাহিন আহমদ।

এ ঘটনায় শিকার জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের ধর্ষিতার মাতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে ৭/৯ ধারায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ভিকটিম পক্ষের অভিযোগ দায়েরের পর আসামীকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়