রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুরে মে দিবসে কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ ডন

নিজস্ব প্রতিবেদক :

নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস পালিত হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরে। আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, পথসভা ও আলোচনাসভা।

জগন্নাথপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ, একতা ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতি, জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‌্যালি ও নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বুধবার (১ মে) বিকেল ৩ টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ, জগন্নাথপুর উপজেলা শাখা শ্রমিক সমাবেশের আয়োজন করে।

সগঠনের যুগ্ম আহবায়ক রব্বানী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন।

বিশেষ অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য মাহতাব উদ্দিন সমুজ।

জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য সচিব জাহির উদ্দিনের পরিচালনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক তৈমুছ মিয়া, জগন্নাথপুর পৌর শ্রমিক লীগ আহবায়ক বশির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, উপজেলা শ্রমিক লীগ নেতা আলফু মিয়া, শমসের মিয়া, সৈয়দপুর ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি হিলাল আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন সদস্য আব্দুল জিলানী, মিরপুর ইউনিয়ন সদস্য আব্দুর রহিম, এহসানুল হক, সুকৃতি রানী প্রমুখ।

উপস্থিত ছিলেন- রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তার মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুতুব উদ্দিন, নেহার মিয়া, সাবেক কাউন্সিলর দিপক গোপ, সৈয়দ জয়তুন মিয়া, আব্দুল মতিন, ডা. শাহীন আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মকসুদ কোরেশী প্রমুখ।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. আব্দুল কাইয়ুম। গীতা পাঠ করেন বাবুল দাশ।

এছাড়া সকাল ১১ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র‌্যালি পরবর্তী জগন্নাথপুর পৌর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জগন্নাথপুর উপজেলা শাখা সভাপতি দেলোওয়ার হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ খালেদ।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়