রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুরে চুরি যাওয়া তিনটি টমটম উদ্ধার/ চোর চক্রের ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ;

সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরি হওয়া তিনটি টমটম উদ্ধার ও চুরির সাথে জড়িত চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়,গত ৩ মে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তিনটি অটো রিক্সা টমটম চুরি হয়। এঘটনায় উপজেলার নারিকেলতলা গ্রামের শাহাব উদ্দিন জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে মোহন আহমেদ(২৫) ও জুবেদ মিয়া (৩২) নামে দুই জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলার মনসুরপুর গ্রামের এনাম উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার ভোর রাতে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় আবু সালেহ ও রায়েল আহমেদ নামে তাদের সহযোগী আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, চোরাই তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে ও ঘটনার সাথে জড়িত চারজন কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়