জগন্নাথপুরে হারিয়ে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করে দিল পুলিশ।
মো,আলী হোসেন খান :
সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা থেকে হারিয়ে যাওয়া নগদ ১০০০০০ / লক্ষ টাকা চারদিন পর উদ্ধার করে দিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ। জানা যায়,গত ৮ মে বুধবার জগন্নাথপুর হাসপাতালের অবসরপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার খোদেজা বেগম জগন্নাথপুর সোনালী ব্যাংক থেকে (এক লক্ষ) টাকা উত্তোলন করে অটোরিকশা উঠে বাসায় যাওয়ার পথে সাথে থাকা ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অজ্ঞাতস্থানে হারিয়ে যায়।
খোদেজা বেগম জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলামকে জানাইলে ওসির দিক নির্দেশে এসআই জিয়া উদ্দিন বিষয়টি বিভিন্ন ভাবে তদন্ত করেন। ৪ দিন পর হারানো টাকা পাওয়া ব্যাক্তিকে সনাক্ত করে হারানো নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা উদ্ধার করেন। আজ ১২ মে রবিবার হারিয়ে যাওয়া নগদ ১ লক্ষ টাকা খোদেজা বেগমের স্বামী সৈয়দ বাহারুল ইসলাম হাতে তুলে দেন জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম ও তদন্ত ওসি সুশংকর পাল। পুলিশ জনণের শাসক নয়”পুলিশ জনগনের বন্ধু ও সেবক। অনেকেই তা জানতো না কিন্তু মানবিক কিছু পুলিশের কার্যক্রমে তার বাস্তবতা ও সত্যতা মানুষ খুঁজে পেয়েছে সাধারন মানুষ। ঠিক তেমনি জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলামের আন্তরিক তৎপরতায় হারিয়ে যাওয়া নগদ ১ লক্ষ টাকা দ্রুত পাওয়ায় জনবান্ধব পুলিশি সেবা কার্যক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের প্রশংসায় ভাসছেন তিনি।