রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুরে স্বপ্নচারী প্রবাসী যুব সংগঠন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

স্টাফ রিপোর্টার:

ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। আর তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল আযহা”র উপহার বিতরণ করেছে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বপ্নচারী প্রবাসী যুব সংগঠন।

আজ বৃহস্পতিবার (১৩ জুন ) উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ার উচ্চ বিদ্যালয়ের হল রুমে ঈদ উপহার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বপ্নচারী প্রবাসী সংগঠনের সদস্য জুনায়েদ আহমদের পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা শামিম আহমদ, অতিথিদের মধ্যে বক্তব্য দেন,হাফিজ উদ্দিন, ফারুক আহমদ, মুনায়েম খান, রফান উদ্দিন, ও সংগঠনের সদস্য শাকিল হাসান রনি, জাকির খান, মাওলানা জাকির আহমদ প্রমুখ
এসময় সংগঠনের প্রবাসী সদস্য, সাদিক রহমান, হাসান আহমদ সহ প্রায় ৩৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

স্বপ্নচারী প্রবাসী যুব সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে অসহায়, দরিদ্র ২২৫ টি পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন ।

ঈদ উপহারের মধ্যে ছিল- ৪কেজি চাল , ৩ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু , ২ লিটার সোয়াবিন, ২৫০ গ্রাম আদা, ১ টি পাঁচপুরন।

এসময় অতিথি হাফিজ উদ্দিন বলেন এলাকার প্রবাসী ছেলেরা সুন্দর একটি স্বপ্নচারী প্রবাসী যুব সংগঠন করেছে যেই বয়সের ছেলেরা অনলাইন গেইমে ব্যস্ত থাকার কথা, সেই বয়সের ছেলেরা সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি তাদের এই মহান কাজ অব্যহত থাকবে।

স্বপ্নচারী প্রবাসী যুব সংগঠনের প্রবাসী সদস্য বেলাল আহমদ বলেন, এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই উদ্যোগ
আমাদের সংগঠন সবসময় গরিব, অসহায় মানুষদের কল্যাণে কাজ করবে। আমরা প্রথমবারের মতো অসহায় ও দরিদ্র প্রায় ২২৫ জন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। ভবিষতেও আমাদের কার্যক্রম তরান্বিত করবো। আমাদের সংগঠনের পাশে থেকে যারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য-সহযোগীতা করেছেন তাদের সবাইকে আমি এবং আমাদের সংগঠন এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়