জগন্নাথপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ৪
মো,আলী হোসেন খান::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা – জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের বেপরোয়া ট্রাকের চাপায় সিএনজিতে থাকা যাত্রী ৪ জন গুরুতর আহত হয়েছেন ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন।
জানা যায়, আজ ৩০ জুন রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কলকলিয়া ইউনিয়নের মজিদপুর খাসিলা নামকস্থানে মালবাহী ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় থাকা ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বড় ঝিগলী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী রেখা বেগম (৩০) নিহত হয়েছেন। আহতরা হলেন একই গ্রামের
মনির মিয়ার স্ত্রী রেনু বেগম (৩৫) কামাল মিয়ার স্ত্রী আয়জুল বিবি (৬৫) আনফর আলীর ছেলে মো, সফি মিয়া (৩৫) আব্দুল গফফারের ছেলে জাকির (২২) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবেল মিয়া জানান আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে।