রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জগন্নাথপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে বিএনপির এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, সদস্য আল আমিন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহম, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক হাজী হারুনুর রশিদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,জগন্নাথপুর পৌর ছাত্রদের আহবায়ক ইমন আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরী সহ আরও অনেকে৷

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে জগন্নাথপুর উপজেলা যুবদল ও জগন্নাথপুর পৌর যুবদল বিক্ষোভ মিছিল করেছে৷ মিছিলটি জগন্নাথপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিএনপি অবস্থান কর্মসুচিতে অংশ গ্রহণ করে।

কর্মসূচিতে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কর্মসূচীতে অংশগ্রহন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়