শিরোনাম :

জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা


মো,আলী হোসেন খান ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে জোনাকি আক্তার (১৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। জোনাকি জগন্নাথপুর  উপজেলার ইছগাঁও গ্রামের জমির মিয়ার মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোনাকি আক্তার শনিবার সকাল সাড়ে ৯ টায় তার মা নুরজাহান বেগম এর নিকট জানায় ইছগাঁও গ্রামে ওয়াজের খাবার দাবার আয়োজনের সহায়তার জন্য প্রতিবেশীর ঘরে যাচ্ছে। কিন্তু দুপুরের   দিকে তার মা প্রকৃতির টানে টয়লেটে গেলে টয়লেটের ছাদের তীরের সাথে  ওড়না প্যাঁচানো ্ অবস্থায় তাকে দেখতে পান। 


জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার ও বর্তমানে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাকিব হোসেন জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents