শিরোনাম :

সকলের প্রিয় মুখ রাহিম উল্লাহ ভাই আর নেই।



মো,আলী হোসেন খান::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা রাজমিস্ত্রী ঠিকাদার রাহিম উল্লাহ ভাই ইন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ ১৩ ফেব্রুয়ারী ভোর রাতে নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরন করেন , মৃত্যু কালে তার বয়স ছিল ৫৫ বছর। রাহিম উল্লাহ ভাইয়ের পরিবারে তিন মেয়ে সন্তান ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় সজন রেখে গেছেন।তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে সর্ব মহলে। 

রাহিম উল্লাহ ভাই ছিলেন একজন সহজ সরল সুন্দর মনের মানুষ, সবসময় হাঁসিখুশিতে ভরপুর থাকতেন। যে কারো সাথে সহজে মিশে যেতেন তিনি। রাহিম উল্লাহ ভাই সব সময় রাজনীতি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকতেন। অনেকই থাকে নিয়ে মজা করলেই কখন এই ব্যক্তি রাগ অভিমান করতেন না। রাগ শব্দ টা ছিলনা এই ব্যক্তির মনে। তার মৃত্যুর খবর পেয়ে একনজর দেখতে  তার বাড়িতে ভিড় জমান বিভিন্ন শ্রেণির মানুষ। 


এদিকে-সবার প্রিয়জন রাহিম উল্লাহ ভাইয়ের অকাল মৃত্যুতে সাংবাদিক আলী হোসেন খান শোক প্রকাশ করেছেন এবং  সর্ব মহলে শোকের ছায়া বিরাজ করছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাহিম উল্লাহ ভাইয়ের আত্মার শান্তি কামনা করেছেন ব্যবসায়ীবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents