স্টাফ রিপোর্টার::
পুলিশের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী আবু সুফিয়ান ঝুনু জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত আব্দুল মতলিবের ছেলে ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
সোমবার বিকেলে তাকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আবু সুফিয়ানের ২ ছেলে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গোপন সূত্রে এমন খবর পেয়ে সুনামগঞ্জের ডিবির একটি টিম সাদা পোশাকে
তার বাড়িতে অভিযান চালায়। এ সময় আবু সুফিয়ান ঝুনুর নির্দেশে তার ছেলে আবু পারভেজ মোঃ রনি ও আবু আমিন মোঃ মুন্না পুলিশের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ আহত ডিবি সদস্যদের গিয়ে উদ্ধার করে। এ সময় আবু সুফিয়ান ঝুনু মিয়ার দুই ছেলে পালিয়ে গেলে পুলিশ ঝুনু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় ইয়াবা বিরোধী অভিযান চালাতে সুনামগঞ্জের ডিবির একটি টিম আবু সুফিয়ান ঝুনু মিয়ার বাড়িতে গেলে ৩ পুলিশ সদস্য হামলার শিকার হন।
পরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সুফিয়ান ঝুনু মিয়া ও তার দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর মুহাম্মদ শামসুল আরেফীন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীকে সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার ছেলেদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
Commentbox