শিরোনাম :

জগন্নাথপুরে ব্রীজের নিছ থেকে মাটি তুলে সরকারি জায়গা দখল। ঝুকিপূর্ণ অবস্থায় গলাকাটা ব্রীজ


মো,আলী হোসেন খান::

জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের   কুবাজপুর নতুন পাড়া গ্রামে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। 

সরকারি জায়গায় মাটি ভরাট করে ঘর নির্মাণ করার চেষ্টা করছে এলাকার মানিক মিয়া নামের একজন। এদিকে হাওরের রাস্তাসহ সাধারণ লোকজন চলাচলে বাধা সৃষ্টি করেন ওই গ্রামের মানিক মিয়া। টিনসেট ঘর দিয়ে রাস্তা ও সরকারী জায়গা দখল করার প্রতিবাদ করেন এলাকাবাসী। 

এলাকাবাসী প্রতিবাদ করলে এসময় মানিক মিয়া ও তার স্ত্রী অশ্লীল ভাষায় গালিগালাজ করে। 

গতকাল ২১ ফেব্রুয়ারী রোজ শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর নতুন পাড়া গলাকাটা ব্রীজের এপ্রোচ দখল করে মাটি ভরাট করে রেখেছে কুবাজপুর নতুন পাড়া এলাকার মৃত আছকির মিয়ার ছেলে মানিক মিয়া। 

এলাকার সচেন মহল জানান মানিক মিয়া সরকারি ব্রিজের এপ্রোচ দখল করে মাটি ভরাট করে রেখেছে ও ব্রীজের নিছ থেকে মাটি নিয়ে ভরাট করেছে তার বসত ভিটা ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে গলাকাটা ব্রীজ  এবং এই ব্রিজের এপ্রোচ দিয়ে এলাকার শত শত মানুষ শাহ গালিম হাওরের গিয়ে কৃষি জমি করে ও এদিক দিয়ে কৃষকে গরু ছাগল নিয়ে চলাচল করে । 

বর্তমানে মানিক মিয়া এই জায়গায় দখল করে   পাশে সরকারী জায়গায় ২টি টিন সেট ঘর তৈরি করেন। ওই টিন সেট ঘরের কারনে ওই রাস্তা দিয়ে জন সাধারণ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। 

এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, প্রশাসনের লোকজন সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। 

এই বিষয়ে মানিক মিয়া জানান আমি গরিব অসহায় মানুষ সরকার আমাকে এই জায়গায় বন্দবস্ত দিয়েছে। সরকারের প্রয়োজন হলে আমি জায়গায় ছেড়ে দিব।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ‍সা-আধ বলেন ব্রীজের আশপাশের জায়গা লিজ দেওয়া যায়না, যদি কেউ ব্রীজের পাশ দখল করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents