শিরোনাম :

জগন্নাথপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত :থমথমে পরিস্থিতি



জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 


এ সংঘর্ষের ঘটনায় জগন্নাথপুরের রাজনৈতিক অঙ্গনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানাগেছে, ২৪ ফেব্রুয়ারি সোমবার জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সাবেক পৌর মেয়র আক্তার হোসেন বলয়ের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত হন।


এনিয়ে কয়ছর এম আহমদ বলয়ের  নেতাকর্মীদের উপর ক্ষিপ্ত হন পদ বঞ্চিতরা।

 এ নিয়ে সন্ধ্যায় স্থানীয় পৌর পয়েন্টে কয়ছর বলয়ের নেতাকর্মীদের আনন্দ মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক সময় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়ছর বলয়ের রাসেল বক্স, তুহিন ও আবুল হাশিম ডালিম সহ কমপক্ষে ৩ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত রাসেল বক্সকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কয়ছর বলয়ের জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার জানান, বিনা উস্কানিতে নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে আক্তার বলয়ের আয়হান সহ তাদের লোকজন। যদিও ফোন রিসিভ না করায় আবিবুল বারী আয়হানের বক্তব্য পাওয়া যায়নি। তবে আক্তার বলয়ের সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন জানান, আমি ঢাকায় আছি, শুনেছি কমিটিতে বঞ্চিত হওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents