স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর- শান্তিগঞ্জ ) আসনের জামায়াত মনোনিত ও সম্ভাব্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় জগন্নাথপুর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর- শান্তিগন্জ) আসনের জামায়াত মনোনিত ও সম্ভাব্য প্রার্থী সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইয়াসীন খান ও গণমাধ্যমকর্মীরা।
উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা দরছ উদ্দিন, কর্ম পরিষদ সদস্য ও শিক্ষা সম্পাদক মাস্টার আবু তাহিদ, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি কবির আহমদ, উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি ও জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল কাদির লাক্সন।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Commentbox