নিজস্ব প্রতিবেদক ::
ঈদ উপলক্ষে জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর এর উদ্যোগে দরিদ্র মানুষ ও পথশিশুদের মধ্যে ঈদের উপহার হিসেবে ঈদের নতুন কাপড় বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
আজ ২৯ মার্চ, ২৮ রাদ্বান জগন্নাথপুরের পৌরপয়েন্ট, ডাকবাংলো রোড, রানিগঞ্জ রোড, সিলেটে বাসট্যান্ড সংলগ্ন এলাকায় হেটে হতদরিদ্র মানুষ ও শিশুদের মাঝে শার্ট, লুঙ্গি, শাড়ী ও ড্রেস বিতরণ করেন সংগঠনের সদস্যগণ।
আনন্দ বিতরণ প্রজেক্ট নামে এই কর্মসূচিতে অর্থায়ন করেছেন সংগঠনের আজীবন দাতা সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মুহিবুর রহমান। তিনি জগন্নাথপুরের, ইকড়ছই গ্রামের বড় নয়াবাড়ির বাসিন্দা। একজন সমাজসেবী, শিক্ষানুরাগী ও ক্রিড়াব্যক্তিত্ব।
প্রতিষ্ঠা লগ্ন থেকেই ফেয়ার ফেইস জগন্নাথপুর উপজেলার আর্থ-মানবিক কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায়- এবছরও শিশু ও দরিদ্র বৃদ্ধ পুরুষ মহিলাদের মাঝে এই কর্মসূচি বাস্তবায়ন করে ফেয়ার ফেইস।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব এম. শামীম আহমেদ, সভাপতি সাইফুর রহমান মিনহাজ, সংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, রাইসুল ইসলাম রিমন, শাহিনুর রহমান, ইখতার হোসেন, আফাজ্জুল আহমেদ এছসড়াও কর্মসূচী বাস্তবায়নে অংশ নেন নজরুল ইসলাম প্রকাশ, আলীনুর রহমান, জনি আহমেদ, শংকর রায় প্রমুখ।
ঈদের আগে নতুন কাপড় উপহার হিসেবে পেয়ে শিশু ও বৃদ্ধরা আনন্দিত হন।
Commentbox