স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ৬ ব্যবসায়ীকে ২ লাখ ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার (৪ মার্চ) বেলা ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ নেতৃত্বে যৌথবাহিনীর সহযোগিতায় জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানকালে দোকানে ক্রয় রশিদ না থাকায়, অতিরিক্ত মূল্য নেওয়ায় হাবিব ট্রেডার্সকে ১ লাখ , মান্না ট্রেডার্সকে ৫০ হাজার , মেসার্স আল্লাহর দান ফলের আড়ৎকে ২০ হাজার, তাজ উল্লাহ সবজির আড়ৎকে ৩০ হাজার, খুচরা সবজি বিক্রেতা সাদ্দাম মিয়াকে ২০ হাজার ও এক খুচরা আনারস বিক্রেতাকে ১ হাজার টাকার জরিমানা দণ্ড প্রদান করা হয়।
বিষয়টির সততা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বরকত উল্লাহ বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Commentbox